ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

টাঙ্গাইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
টাঙ্গাইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

টাঙ্গাইল: টাঙ্গাইলে মাদক মামলায় মো. আবু সাঈদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের দণ্ড দেওয়া হয়।

সোমবার (২০ নভেম্বর) টাঙ্গাইলের স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক মো. রাফিজুল ইসলাম এই আদেশ দেন।

দণ্ডিত আবু সাঈদ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর চৌধুরী পাড়া গ্রামের মো. নবাব আলীর ছেলে।

টাঙ্গাইলের বিশেষ সরকারি কৌশলী (পিপি) মোহসিন সিকদার জানান, ২০১৫ সালের ১ জুন ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ৪০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়।  

এদিন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূরে আলম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আবু সাঈদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।  

তিনি আরও জানান, এ মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ৩০ জুলাই আবু সাঈদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। মামলার ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে কারাদণ্ডের আদেশ দেন। পরে জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন আবু সাঈদ। তার অনুপস্থিতে আজ এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।