ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

মাদক মামলা: ঝালকাঠিতে এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
মাদক মামলা: ঝালকাঠিতে এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

ঝালকাঠি: ঝালকাঠিতে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া তরিকুল ইসলাম স্বজল (৪২) নামে এক মাদক কারবারিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত সজল কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ তালগাছিয়া গ্রামের মৃত আব্দুল বারেক হাওলাদারের ছেলে।

মামলার রায় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩১ মার্চ বিকেলে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ তালগাছিয়া গ্রামের বাড়ি থেকে ৩ হাজার ৫২২টি ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল ইসলাম সজলকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই কাঁঠালিয়া থানায় উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ১৫ মে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। আদালত ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।  

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল মান্নান রসুল।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।