ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দেওয়ানি আদালতের অবকাশে সারাদেশে ভ্যাকেশন জজ নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
দেওয়ানি আদালতের অবকাশে সারাদেশে ভ্যাকেশন জজ নিয়োগ

ঢাকা: ডিসেম্বর মাস জুড়ে অধস্তন আদালতে দেওয়ানি অবকাশের সময় বিচারকাজ পরিচালনার জন্য সারা দেশের জেলা ও মহানগরে ভ্যাকেশন জজ নিয়োগ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন দিয়েছে আইন মন্ত্রণালয়।

এক প্রজ্ঞাপনে ৭ জন ও অপর প্রজ্ঞাপনে ৬২ জন ভ্যাকেশন জজ নিয়োগের কথা বলা হয়েছে।

এর মধ্যে এক জেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করবেন অন্য আরেক জেলার ভ্যাকেশন জজ।

প্রজ্ঞাপনের ভাষ্যমতে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ২০২৩ সালের ডিসেম্বর মাসে দেওয়ানি আদালত অবকাশকালে জুডিসিয়াল সার্ভিসের বর্ণিত বিচারকদের সংশ্লিষ্ট জেলায় (দায়রা জজ আদালত,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিশেষ জজ আদালত, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল, সাইবার ট্রাইব্যুনাল এবং মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালসহ) জরুরি দেওয়ানি ও ফৌজদারি মামলাগ্রহণ এবং উদ্ভূত জরুরি বিষয়গুলো শুনানি ও নিষ্পত্তি করার জন্য ভ্যাকেশন জজ নিয়োগ করা হলো।

এ বিচারকরা ফৌজদারি কার্যবিধির ৪৩৫ ধারা অধীন পুর্নিবিবেচনার দরখাস্ত ছাড়া সব ফৌজদারি আবেদন ও মামলার নিষ্পত্তি করতে পারবেন। এছাড়া শিশু আইনের আওতায় গঠিত শিশু আদালতের কার্যক্রম পরিচালনা করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
ইএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।