ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আইন ও আদালত

আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

ঢাকা: আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিল।

রোববার (৩ ডিসেম্বর) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বার কাউন্সিল।

বিজ্ঞপ্তির ভাষ্য অনুসারে, ১৭ নভেম্বর এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৩ ডিসেম্বর (শনিবার) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। সব প্রার্থীকে অনলাইন থেকে নতুন করে প্রবেশপত্র ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে নিতে হবে।

গত ১৭ নভেম্বর আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য বার কাউন্সিলের নৈর্ব্যক্তিক পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। ওইদিন রাতেই ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ২২৯ জন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করার সুযোগ পান।

আরও পড়ুন: আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
ইএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।