ঢাকা: পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকা মহানগরসহ সারা দেশে বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৯ ডিসেম্বর) সারা দেশে এই অভিযানে ১৩৩টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেছে সরকারি এই তদারকি সংস্থাটি।
সন্ধ্যায় অধিদপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৪টি টিম বাজারে অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ৫৪টি জেলায় একযোগে ৫৭টি এ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৩৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম আগামীকাল রোববারও (১০ ডিসেম্বর) অব্যাহত থাকবে।
উল্লেখ, আগামী বছরের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ভারত। এতে দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। শনিবার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ১৫০-২০০ টাকা ও দেশি পেঁয়াজ ২০০-২৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
এসসি/এসএএইচ