ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

‘ডামি প্রার্থী’ লেখায় সাংবাদিকের নামে ১০ কোটি টাকার মামলার আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
‘ডামি প্রার্থী’ লেখায় সাংবাদিকের নামে ১০ কোটি টাকার মামলার আবেদন ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন

ফেনী: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে সংসদ সদস্য প্রার্থী ফেনী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল করিম ফারুক। একটি প্রতিবেদনে তাকে ‘ডামি  প্রার্থী’ লেখায় তিনি আদালতে মানহানির মামলার আবেদন করেছেন।

 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন করেন আনোয়ারুল করিম ফারুক। এতে দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ও পত্রিকাটির প্রধান প্রতিবেদক আরিফ আজমকে বিবাদী করা হয়েছে।
 
এদিন আদালত প্রাঙ্গণে দৈনিক ফেনীর সময় পত্রিকার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ছাপানোয় পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক সৈয়দ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট কামরুল হাসান।  

সভায় এমপি প্রার্থী আনোয়ারুল করিম ফারুক ছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এম শাহজাহান সাজু, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন বাহার, দিলীপ কুমার সাহা, আহসান কবির বেঙ্গল, রসিক শেখর ভৌমিক, গাজী তারেক আজিজ প্রমুখ।

বক্তাদের দাবি, আনোয়ারুল করিম ফারুক ‘ডামি প্রার্থী’ নন। ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে বাছাইয়ে প্রার্থিতা বাতিল হলেও নির্বাচন কমিশনে আপিল করে তা ফিরে পেয়েছেন। বুধবার দৈনিক ফেনীর সময় পত্রিকায় তাকে ডামি প্রার্থী আখ্যা দিয়ে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হওয়ায় আনোয়ারুল করিম ফারুকের সম্মানহানি হয়েছে।

রোববার এ বিষয়ে আদালতের আদেশ দেওয়ার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এসএইচডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।