ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

প্রাথমিক শিক্ষকদের চর ভাতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
প্রাথমিক শিক্ষকদের চর ভাতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চর ভাতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার (১০ জানুয়ারি) পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ১০ শিক্ষকের করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারীদের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

জানা যায়, পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা সরকার ঘোষিত চর উপজেলা। রিট আবেদনকারীরা ওই রাঙ্গাবালী উপজেলায় অবস্থিত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক।

২০১৯ সালে ৫ মার্চ  সরকার চর উপজেলায় কর্মরত শিক্ষকদের চর ভাতা নামে মাসিক একটি ঝুঁকি ভাতা চালু করে। এরপর আবেদনকারীরা চর ভাতা পেয়ে আসছিলেন। কিন্তু গত বছরের ২২ আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উক্ত শিক্ষকদের চর ভাতা বাতিল করে একটি আদেশ জারি করে। এরই পরিপ্রেক্ষিতে ওই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে রিট পিটিশন দয়ের করেন ১০ শিক্ষক। রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ৬ নভেম্বর হাইকোর্ট ২২ আগস্টের চর ভাতা বাতিলের আদেশ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।  

ওই রুল বিবেচনাধীন থাকায় অবস্থায় এক আবেদনে বুধবার স্থগিতাদেশ দেন বলে জানান আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
ইএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।