ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

গার্মেন্ট শ্রমিক নেতা বাবুলের হাইকোর্টে জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
গার্মেন্ট শ্রমিক নেতা বাবুলের হাইকোর্টে জামিন

ঢাকা: গাজীপুরের মোগরখাল এলাকায় শ্রমিকদের বিরুদ্ধে করা গাড়ি পোড়ানোর এক মামলায় বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১০ জানুয়ারি) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া। বাবুল হোসেনের জামিনের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

১৪ নভেম্বর রাতে আটকের পরদিন ১৫ নভেম্বর বিকেলে গাড়ি পোড়ানোর এক মামলায় শ্রমিক নেতা বাবুল হোসেনকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ৩০ অক্টোবর গাড়ি পোড়ানোর ওই মামলা হয় বাসন থানায়।

২১ ডিসেম্বর গাজীপুর আদালত জামিন নামঞ্জুরের পর উচ্চ আদালতে আবেদন করা হয়।

গার্মেন্ট শ্রমিত নেতা বাবুল হোসেন মাগুরা সদর এলাকার আতাউর রহমানের ছেলে। তিনি আশুলিয়ার ভাদাইল গ্রামে পরিবার নিয়ে বসবাস করেন।

আরও পড়ুন:
গার্মেন্টস শ্রমিক নেতা বাবুল হোসেনের জামিন নামঞ্জুর

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।