ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আইন ও আদালত

শিশুখাদ্যে ক্যামিকেল, ব্যবসায়ীকে ১০ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
শিশুখাদ্যে ক্যামিকেল, ব্যবসায়ীকে ১০ লাখ টাকা জরিমানা

চাঁদপুর: শিশুখাদ্যে ক্যামিকেল ও বিষাক্ত কাপড়ের রঙ ব্যবহার করার দায়ে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের এক প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

বাজারের স্বর্ণকার পট্টির হাজী আবু তাহের স্টোরের মালিক মোহাম্মদ আনাসকে এ জরিমানা করা হয়।

 

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালত চাঁদপুরের জ্যেষ্ঠ জুডিশিয়াল মাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম অভিযুক্ত ব্যবসায়ীর উপস্থিতিতে এই রায় দেন।

এর আগে ২০২৩ সালের ২৩ নভেম্বরে অভিযানে গিয়ে তাহের স্টোরের বিরুদ্ধে শিশুখাদ্য আইনে মামলাটি দায়ের করেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সামছুল আলম রমিজ।

ওই সময় ওই ব্যবাসীর দোকানে শিশুদের খাদ্যে ক্যামিকেল ব্যবহার, বিষাক্ত কাপড়ের রঙ, চকলেট, আইচ ললিপপ, কেন্ডি চকলেট, লিচু, রঙ মেশানো কাপ আচার, খেলনাযুক্ত শিশু খাদ্য ও লজেন্স এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য পাওয়া যায়।

স্বাস্থ্য পরিদর্শক সামছুল আলম রমিজ জানিয়েছেন, ব্যবসায়ী আনিস এসব অনুমোদনবিহীন ক্যামিকেল মিশ্রিত শিশু খাদ্যসমূহ উপজেলার বাজারগুলোর বিভিন্ন দোকানে পাইকারি বিক্রি ও সরবরাহের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় মোট ১০ লাখ টাকা জরিমানা আদেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।