ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

খুলনার নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারকের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৪
খুলনার নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারকের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মৎ দিলরুবা সুলতানা

ঢাকা: খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মৎ দিলরুবা সুলতানা (সিনিয়র জেলা জজ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

রোববার (৭ এপ্রিল) সকাল ৮টা ১৫ মিনিটে খুলনার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

এ বিচারক দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো.শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিচারকের মৃত্যুতে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৪
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।