ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নাটোরে হেরোইন বহনের দায়ে একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
নাটোরে হেরোইন বহনের দায়ে একজনের যাবজ্জীবন

নাটোর: জেলায় হেরোইন সংরক্ষণ ও বহনের দায়ে জুয়েল আলী নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক মো. মাইনুদ্দীন এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জুয়েল আলী চাঁপাইনবাবগঞ্জ সদর থানার শাহীবাগ গ্রামের রমজান আলীর ছেলে।

নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০২১ সালের ১৯ জুন রাতে গোপন তথ্যের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি নোহা মাইক্রোবাস থামিয়ে তাতে তল্লাশি করা হয়। তখন গাড়ির চালকের সিটের নিচ থেকে এবং গাড়ির ভেতরে বিভিন্নস্থানে রাখা প্যাকেট থেকে ৪০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

পরে চালক জুয়েল আলীকে গাড়িসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জুয়েল আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ ৩ বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।