ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

হত্যা ও ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
হত্যা ও ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ: চালককে হত্যার পর গাড়ি ডাকাতির ঘটনায় করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শফিকুল ইসলামকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

রোববার (৩০ জুন) দিনগত রাতে র‌্যাব হেড কোয়ার্টারের গোয়েন্দা শাখার সহযোগীতায় র‌্যাব-১২ একটি দল শেরপুর জেলার লক্ষীডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার শফিকুল ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার সরাইচন্ডী গ্রামের ইউনুস আলীর ছেলে।

সোমবার (০১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন।

তিনি বলেন, একটি চক্র মহাসড়কে চালককে হত্যা করে গাড়ি ডাকাতি করে। এ ঘটনায় ২০১৩ সালে বগুড়া জেলার শাজাহানপুর থানায় একটি মামলা করা হয়। সেই চক্রের সদস্য খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জুলাই ০১, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।