ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

প্রধান বিচারপতির একান্ত সচিব নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
প্রধান বিচারপতির একান্ত সচিব নিয়োগ

ঢাকা: প্রধান বিচারপতির একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা।

এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

সোমবার (১২ আগস্ট) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতি সদয় অভিপ্রায় অনুযায়ী জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তা অতিরিক্ত মহানগর দায়রা জজ, চট্টগ্রাম শরীফুল আলম ভূঁঞাকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতি একান্ত সচিব পদে নিয়োগের জন্য তার চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হলো। তাকে বর্তমান পদের কার্যভার বুঝিয়ে দিয়ে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হলো।

এর আগে শনিবার (১০ আগস্ট) দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন। পদত্যাগ করেন আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতি।

এদিন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন দুপুরে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।