ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

আন্দোলনে গুলি চালানো রুবেল ‘অনুতপ্ত’, বললেন—বাদাম বেচে খেলেও ভালো করতেন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
আন্দোলনে গুলি চালানো রুবেল ‘অনুতপ্ত’, বললেন—বাদাম বেচে খেলেও ভালো করতেন

রাজশাহী: প্রথম দফার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর জোড়া পিস্তল হাতে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর কথা স্বীকার করেছেন অস্ত্রধারী সেই যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেল (৪১)। তাকে দ্বিতীয় দফায় রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন জানায়। পরে শুনানি শেষে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. ফয়সাল তারেক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টম্বর) দুপুরে কড়া নিরাপত্তায় রুবেলকে আদালতে তোলা হয়। তবে আদালত থেকে বের করার সময় তাকে স্থানীয় জনতা ঘেরাও করেন। এ সময় তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং পুলিশি বেষ্টনীতে থাকা রুবেলকে উদ্দেশ্য করে ইটপাটকেল, জুতা ও ডিম নিক্ষেপ শুরু করেন। এর ভিডিও ফুটেজ নিতে গেলে দুজন সাংবাদিক শারীরিকভাবে লাঞ্ছিত হন। এর মধ্যে একজনের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রথম দফার জিজ্ঞাসাবাদের সময় পুলিশি হেফাজতে ব্যাপক কান্নাকাটি করেছেন জহিরুল ইসলাম রুবেল। তিনি নিজেকে রাজনীতিতে জড়ানোয় অনুতাপ প্রকাশ করেছেন। রুবেল পুলিশকে জানিয়েছেন, এর চেয়ে বাদাম বিক্রি করে খেলেও ভালো করতেন। তাহলে অন্তত এমন বিপদ এড়ানো যেত বলেও দাবি করেছেন। রাজনীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোয় এখন তিনি অনুতপ্ত বলেও জানিয়েছেন।

রুবেল পুলিশের কাছে দাবি করেছেন, রাজনীতি করে অনেকেই লাভবান হয়েছেন। কিন্তু তিনি কিছু করতে পারেননি। ৫ আগস্টের ছাত্রগণঅভ্যুত্থানে সরকার পতনের পর রাজশাহীর শীর্ষ নেতারা গা ঢাকা দিয়েছেন। এখন পর্যন্ত শীর্ষ পর্যায়ের কোনো নেতাই ধরা পড়েননি। অথচ তিনি ফেঁসে গেছেন।

প্রথম দফার রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার সময় ইসলামী ছাত্রশিবিরের মহানগর সাংগঠনিক সম্পাদক আলী রায়হান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) তাজ উদ্দিন ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

তারা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার সময় রুবেলের কাছ থেকে ৫ আগস্ট ছাত্রজনতার ওপর হামলার ছক সম্পর্কে জানার চেষ্টা করেছেন। এ সময় গ্রেপ্তার রুবেল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে সেই দিনের পুরো ঘটনা জানতে আরও তথ্য প্রয়োজন। তাই এবার সাকিব আনজুম হত্যা মামলায় রুবেলকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ জানিয়েছে, ৫ আগস্টের ঘটনার আগ থেকেই রুবেলের নামে থানায় হত্যা, হত্যার চেষ্টা, জমি দখল, অস্ত্র লুট, মাদক পাচার ও বিস্ফোরক আইনে মোট ছয়টি মামলা রয়েছে। ৫ আগস্টের গণঅভ্যুত্থানে দুই শিক্ষার্থী হত্যাসহ আরও চারটি মামলা হয়েছে।

দুর্ধর্ষ সন্ত্রাসী রুবেল পর পর দুবার রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করেন এবং পরাজিত হন। গত বছরের জুনে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে মামলার তথ্য গোপন করে অংশ নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। রুবেল নিজেকে সব সময় সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ডান হাত পরিচয় দিয়ে প্রভাবপ্রতিপত্তি বিস্তার করতেন। চলাফেরা করতেন দামি গাড়িতে। তিনি মহানগরীর ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং মহানগর কমিটির সদস্য।

সরকার পতনের পর গা ঢাকা দেন রুবেল। তবে গত ১৩ সেপ্টেম্বর গভীর রাতে কুমিল্লার দাউদকান্দিতে র‌্যাবের যৌথ অভিযানে ধরা পড়েন অস্ত্রধারী যুবলীগ নেতা রুবেল। দুই হাতে গুলি চালানো এ রুবেল ৫ আগস্টের গণঅভ্যুত্থানে দুই শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম আসামি। রুবেলের বাড়ি রাজশাহী মহানগরীর চণ্ডিপুর এলাকায়। তিনি ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তাই সবাই তাকে 'চণ্ডিপুরের রুবেল' নামেই চিনত।

রাজশাহীতে গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রজনতার ওপর দুই হাতে দুই পিস্তল নিয়ে গুলি চালানো যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে (৪১) দ্বিতীয় দফায় রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর পুলিশ রুবেলকে আদালতে হাজির করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। ওই সময় আদালতে ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়। আগের রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতে হাজির করলে বিচারক দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, রুবেলের নামে এরই মধ্যে দুই শিক্ষার্থী হত্যাসহ চারটি মামলা হয়েছে। এর মধ্যে ইসলামী ছাত্রশিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় প্রথম দফায় ৫ দিনের রিমান্ড শেষ হয়েছে। আজ দ্বিতীয় দফায় রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালতে ৭ দিনের রিমান্ড মঞ্জুর হয়।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।