ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

অস্ত্র ঠেকিয়ে ছিনতাই মামলায় ৪ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
অস্ত্র ঠেকিয়ে ছিনতাই মামলায় ৪ জনের যাবজ্জীবন আদালত চত্বর

সিরাজগঞ্জ: বুকে পিস্তল ও শাটারগান ঠেকিয়ে এনজিও কর্মীর টাকা লুটের ঘটনায় চার ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় ঘোষণা দেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হাদীউজ্জামান শেখ (হাদী) এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত ওসমান ফকির ওরফে সোনাউল্লাহর ছেলে এরশাদ আলী ওরফে গোলজার হোসেন রানা ওরফে রায়হান রাজা, পাবনা সদরের অরেঙ্গাবাজ গ্রামের মৃত আকবর শেখের ছেলে নজরুল ইসলাম, সুজানগর উপজেলার ঘোষপাড়ার মৃত নাছির উদ্দিন নেছারের ছেলে আবুল হাসেম ওরফে দেও হাসেম এবং রাজবাড়ীর পাংশা উপজেলার জয়গ্রামের নজরুল ইসলামের ছেলে হাসান আলী প্রামাণিক।

মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আশরাফুল ইসলাম ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সকালে বাড়াবিল গ্রামে কিস্তির টাকা আদায় করতে যান। দুপুরে আদায়কৃত কিস্তির ১ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা নিয়ে ফেরার পথে বাড়াবিল ব্রিজের কাছে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে। তার মাথায় ও বুকে পিস্তল ও শাটারগান ঠেকিয়ে ভয় দেখিয়ে আসামিরা টাকা ছিনিয়ে নেয়। আশরাফুল ইসলামের চিৎকারে আশপাশের লোকজন এসে ছিনতাইকারীদের আটক করে গণপিটুনি দেয়। এরপর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা হয়। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে রায় করেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।