ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

গৌরনদীতে আ. লীগের ৬৯ নেতাকর্মীর মামলা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
গৌরনদীতে আ. লীগের ৬৯ নেতাকর্মীর মামলা 

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু’র ওপর হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ২৪ নেতাকর্মীর নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০/৪৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।  

মামলার নামধারী আসামিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল হাওলাদার, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিছুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি স্বপন হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম টিটু, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মোল্লা, কলেজ ছাত্রলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর সুজন হাওলাদার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিন্স রোনাল্ড বেপারী, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাতুল শরীফ, আওয়ামী লীগ নেতা নয়ন শরীফ, (কালা) আল-আমিন, ওলামালীগ নেতা মাওলানা নুরুল হক, সালাম হাওলাদার, সৈয়দ দিদার, রাসেল ফকির, সাকিল ওরফে মোটা সাকিল, জসিম শরীফ, সুমন সর্দার, কালু তালুকদার, রায়হান মিয়া, রাসেল রাঢ়ি, মামুন মিয়া ও সাগর মোল্লা।

 

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে মামলার বাদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, সন্ত্রাসীরা আমার ওপর হামলা করলেও তখন আমাকে মামলা করতে দেওয়া হয়নি। উলটো দীর্ঘদিন পালিয়ে চিকিৎসা নিতে হয়েছে। তাই রোববার গৌরনদী মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত এজাহার দিয়েছি।

এজাহার সূত্রে জানা গেছে, মামলার আসামিরা ২০২১ সালের ২৭ নভেম্বর বাদ আছর সরকারি গৌরনদী কলেজ মসজিদে হামলা চালিয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠান পণ্ড করে দেয়। ওইদিন সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল হাওলাদার ও সাধারণ সম্পাদক হারিছুর রহমানের নেতৃত্বে ৩০ থেকে ৪০টি মোটর সাইকেলযোগে গৌরনদী বাসস্ট্যান্ড কাঁচাবাজারে এসে বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় আসামিরা রমেন শীলের সেলুনে ঢুকে সুমন মোল্লা নিজে মামলার বাদীকে (মিন্টু) লক্ষ্য করে গুলি করলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। তখন সাগর মোল্লা ও রায়হান মিয়া দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে মামলার বাদীকে (মিন্টু) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। খুব শিগগিরই আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।