ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

পিপি কাজলের দুর্নীতির অনুসন্ধানে দুদকে আবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
পিপি কাজলের দুর্নীতির অনুসন্ধানে দুদকে আবেদন

ঢাকা: ঢাকার বিশেষ জজ আদালতের দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং বিডিআর মামলার পিপি অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজলের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অভিযোগ অনুসন্ধান করে মামলার দাবি জানিয়ে আবেদন করেছে এক আইনজীবী।

সোমবার (১৪ অক্টোবর) দুদক চেয়ারম্যান বরাবরে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সুলতান মাহমুদ।

আবেদনে বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল ক্ষমতার অপব্যবহার করে বিপুল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে। যা দেশে বিদেশে বিদ্যমান আছে।

 ‘এ ব্যক্তির জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান শেষে দুদক আইন-২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের, তদন্ত সম্পন্ন ও চার্জশিট দাখিল করে ন্যায় বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি দিতে’ এ আবেদন করা হয়।        

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।