ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আইন ও আদালত

আ.লীগ নেতার জামিন, আদালত ঘেরাও ছাত্রদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
আ.লীগ নেতার জামিন, আদালত ঘেরাও ছাত্রদের

কক্সবাজার: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়ন ও আওয়ামী লীগ নেতাদের জামিন দেওয়ার প্রতিবাদে কক্সবাজার জজ আদালত ঘেরাও কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও কর্মসূচি পালন করে তারা।

 

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক শাহিদুল ওয়াহিদ শাহিদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সমাবেশ থেকে গতকাল মঙ্গলবার জেলা জজ আদালত থেকে জামিন পাওয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদের ১২ ঘণ্টার মধ্যে জামিন বাতিলের দাবি জানানো হয়। অন্যথায় লাগাতার আদালত ঘেরাও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

এতে অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, রমিজ আহমদ, মোহাম্মদ ইউনুস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ, রবিউল, জেনিয়াসহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা জামিনে সহযোগিতাকারী আইনজীবীদের সনদ বাতিল করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান।  

আদালত ঘেরাও কর্মসূচির বিক্ষোভ সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া ৫ দফা দাবি বাস্তবায়নের দাবি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা ও নাশকতার ঘটনায় দায়ের হওয়ায় তিনটি মামলায় সম্প্রতি আওয়ামী লীগ নেতা মাশেদুল হক রাশেদকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে। এসব মামলায় মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালত রাশেদকে জামিনে মুক্তি দেন। তার জামিনে বিএনপি-জামায়াতপন্থি কয়েকজন আইনজীবীর তদবির রয়েছে অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আদোলন এ কর্মসূচি দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এসবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।