ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সিরাজগঞ্জে কৃষক হত্যায় তিনজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
সিরাজগঞ্জে কৃষক হত্যায় তিনজনের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের নেওয়া হচ্ছে কারাগারে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে সাইফুল ইসলাম নামে এক কৃষক হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সে সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কানিজ ফাতিমা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রায়গঞ্জ উপজেলার জয়ানপুর গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে শাকিল শেখ (১৯), একই গ্রামের আমজাদ আলীর ছেলে নায়েব আলী (৪০) ও সলঙ্গা থানার ঘুরকা গ্রামের হযরত আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪২)। রায় ঘোষণার সময় দুই আসামি উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আসামি শ্রী অন্তিম দাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ অক্টোবর রাত ৮টার দিকে কৃষক সাইফুল ইসলাম তার স্ত্রী আলেয়া খাতুনকে সঙ্গে নিয়ে চা খাওয়ার জন্য বাড়ির পার্শ্ববর্তী বজলুর রহমানের চায়ের দোকানে যায়। এ সময় শ্রী অন্তিম দাস নামে এক যুবক কৃষক সাইফুল ইসলামকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে কৃষক সাইফুল ইসলাম আর বাড়ি ফিরে আসেনি। তার ব্যবহ্নত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন।

জিডির তদন্তকালে পুলিশ শাকিল শেখ নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া তথ্যে ১৩ অক্টোবর সকালে পুলিশ সাইফুলের তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে মামলা করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক আজ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।