ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বাকেরগঞ্জে সাবেক মেয়রসহ আ. লীগের ২ শতাধিক নেতাকর্মীর নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
বাকেরগঞ্জে সাবেক মেয়রসহ আ. লীগের ২ শতাধিক নেতাকর্মীর নামে মামলা

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া ও সাবেক ৪ পৌর কাউন্সিলরসহ আওয়ামী লীগ অঙ্গসহযোগী সংগঠনের দুই শতাধিক নেতার নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।  

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির সদস্য হাসান সিকদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

 

থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি উপজেলার গারুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ রনিকে বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করেছে।  

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোখলেছুর রহমান, পৌর যুবলীগ সভাপতি ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার জিয়াউর রহমান রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুজন চন্দ্র দেবনাথ, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খান মোহাম্মদ সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অমল চন্দ্র শিবু, সৈয়দ মোজাম্মেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আকন, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ মিরাজ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দোলন ও উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া।

মামলা সূত্রে জানা যায়, বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিতে ২০২২ সালের ২৭ আগস্ট গারুরিয়া ইউনিয়ন বিএনপি প্রস্তুতি সভার আয়োজন করে।  

ওইদিন বিকেল ৫টায় বিএনপির ২৫০-৩০০ নেতাকর্মী গারুড়িয়া ইউনিয়নের দেলোয়ার হোসেন হাওলাদারের বাড়ির সামনে জড়ো হলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে উল্লিখিত আসামিরাসহ ১৫০-২০০ জন আগ্নেয়াস্ত্র, ধারালো দা, রামদা ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে হামলা করে। হামলাকারীরা বেপরোয়াভাবে রাস্তায় চলাচলরত ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেল ভাঙচুর এবং কয়েকটি দোকান ভাঙচুরসহ এলাকায় ত্রাস সৃস্টি করে ধ্বংসাত্মক ও নাশকতামূলক কার্যক্রম চালায়।  

এ সময় তারা বিএনপির ৫০-৬০ নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম এবং নগদ টাকা ও মোবাইলসহ ৫ লাখ ৭০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা হাসান সিকদার বাদী হয়ে ৭ নভেম্বর রাতে নামধারী ৯০ জনসহ অজ্ঞাতপরিচয় ১৫০-২০০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আহত এবং এলাকায় নাশকতামূলক ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর অভিযোগে দায়ের করা মামলায় হাসান সিকদার নামের একজন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ রনিকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে শুক্রবার (৮ নভেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।