ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

আহত তরুণের বুকে গুলি করে হত্যা: সাবেক ওসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
আহত তরুণের বুকে গুলি করে হত্যা: সাবেক ওসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনে জুলাই-আগস্টে যাত্রাবাড়ী এলাকায় গণহত্যার অভিযোগে তৎকালীন ওসিসহ (তদন্ত) চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

পরে চিফ প্রসিকিউটর বলেন, চারজন পুলিশ অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম। আদালত সেটা মঞ্জুর করেছেন। এ চারজনের মধ্যে একজন হলেন, যাত্রাবাড়ী থানার ওসি-তদন্ত জাকির হোসেন। ক্যামেরায় একটা দৃশ্য ধরা পড়েছিল যে, একজন তরুণকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাচ্ছিলো তখন সে বেঁচে ছিল। তার পায়ে গুলি লেগেছিল। সেই ছেলেটিকে কাছে থেকে যে বুকে গুলি করে হত্যা নিশ্চিত করেন। পরবর্তীতে তার লাশকেও নানাভাবে বিকৃত করেন, সেটা হচ্ছে যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি-তদন্ত জাকির হোসেন, তিনি এখন পলাতক আছেন। এই জাকির হোসেনসহ আরও তিনজন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ীর ঘটনায় জড়িত বলে অকাট্য প্রমাণ পেয়েছি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম। আদালত সেটা মঞ্জুর করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।