ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রশিদুজ্জামান মিল্লাতের আপিল মঞ্জুর, ৮ বছরের দণ্ড বাতিল 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
রশিদুজ্জামান মিল্লাতের আপিল মঞ্জুর, ৮ বছরের দণ্ড বাতিল 

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) রশিদুজ্জামান মিল্লাতকে দুই ধারায় আট বছরের দেওয়া দণ্ডের বিরুদ্ধে আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট।

বুধবার (১৩ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে মিল্লাতের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. বদরুদ্দোজা (বাদল)।  

তিনি জানান, আপিল মঞ্জুর করে বিচারিক আদালতের রায় বাতিল করেছেন হাইকোর্ট।

এম রশিদুজ্জামান মিল্লাত, তার স্ত্রী সাবিরা সুরাইয়া ও ছেলে সাঈদ বিন জামানের (সৌরভ) বিরুদ্ধে পাঁচ কোটি এক লাখ সাতান্ন হাজার পাঁচশত একচল্লিশ টাকার বৈধ উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন ও সম্পদ বিবরণীতে চার কোটি ৮২ লাখ পাঁচ হাজার ছয়শত পঁচানব্বই টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে ২০০৭ সালের ৩ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মোবারা খানম গুলশান থানায় মামলা করেন।  

এ মামলায় একই বছরের ২ অক্টোবর কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম অভিযোগপত্র দাখিল করেন।  

বিচার শেষে ২০০৮ সালের ২৯ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম কমিশন আইনের ২৬(২) ধারা অনুসারে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ রায়ের বিরুদ্ধে রশিদুজ্জামান মিল্লাত হাইকোর্টে আপিল করলে ২০১০ সালের ১৭ আগস্ট তাকে খালাস দেন।

সেই রায়ের বিরুদ্ধে আপিলের পর ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর খালাসের রায় বাতিল করে হাইকোর্টে মামলাটি পুনরায় শুনানির জন্য পাঠান আপিল বিভাগ। সে অনুসারে আপিলের ওপর পুনরায় শুনানি শেষে এ রায় দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্ট, নভেম্বর ১৩, ২০২৪
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।