ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বাকেরগঞ্জের সাবেক মেয়রসহ আ. লীগের ১৮ নেতাকর্মী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
বাকেরগঞ্জের সাবেক মেয়রসহ আ. লীগের ১৮ নেতাকর্মী কারাগারে

বরিশাল: বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার মামলায় বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

বুধবার (১৩ নভেম্বর) বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তারা হাজির হয়ে জামিনের আবেদন করেন।

 

জ্যেষ্ঠ বিচারিক হাকিম তানভীর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে জিআরও এএসআই নুর মোহাম্মদ জানিয়েছেন।  

জেলে যাওয়া নেতাকর্মীরা হলেন, বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া, খন্দকার জিয়াউর রহমান রিপন, গারুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আ. কুদ্দুস নান্টু, মোখলেচুর রহমান, ইকবাল তালুকদার, মাসুদ আকন, পঙ্কজ দাস, সুজন চন্দ্র দাস, হাফিজুল ইসলাম, লিটন গাজি, মো. মাহবুব, মাহফুজ মুসুল্লী, মাসুদ আলম খান, শফিক ডাকুয়া, পরিতোষ দাস, আরিফুর রহমান চুন্নু, ফারুক সিকদার ও সোহেল রানা।

মামলার বরাতে জিআরও জানান, ২০২২ সালের ২৮ আগস্ট উপজেলা বিএনপি সাংগঠনিক প্রস্তুতি সভার আয়োজন করে। সভায় যোগ দেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা উপজেলার চর আউলিয়া পুর দেলোয়ার হোসেনের বাড়ির সামনে জড়ো হয়। তখন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে দেড় থেকে দুইশ জন সশস্ত্র অবস্থায় হামলা করে। তারা লাঠি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে বিএনপি নেতাকর্মীদের আহত করেন।  

এছাড়াও রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল ও দোকানে ভাঙচুর করেন। এ ঘটনায় ৭ নভেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান সিকদার বাদী হয়ে নামধারী ১৬ জনসহ অজ্ঞাতপরিচয় আরও দুইশ জনকে আসামি করে মামলা করেন।
মামলার আসামি হিসেবে ১৮ জন আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।