মাদারীপুর: সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি ড. আবদুস সোবহান গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা দুটি হত্যা মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।
রোববার (২৪ নভেম্বর) সকালে মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাজিদ উল হাসান চৌধুরী এ আদেশ দেন।
এর আগে ব্যাপক পুলিশি পাহারায় মাদারীপুর কারাগার থেকে সাবেক দুই এমপিকে আদালতে তোলা হয়। পরে আদালতে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় এ দুই নেতাকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে নেওয়া হয় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যার শিকার হন তাওহীদ সন্ন্যামাত ও দীপ্ত দে নামে দুজন। এ দুটি ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় মাদারীপুর-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি ড. আবদুস সোবহান গোলাপকে।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মাদারীপুর কারাগারে আনা হয় তাদের। পরে রোববার তোলা হয় মাদারীপুরের আদালতে।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এসআই