ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

হোয়াটসঅ্যাপে স্লিপ নিচ্ছেন হাইকোর্টর একটি বেঞ্চ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
হোয়াটসঅ্যাপে স্লিপ নিচ্ছেন হাইকোর্টর একটি বেঞ্চ

ঢাকা: আইনজীবীদের সুবিধায় প্রতি রোববার মোশন, সময় বাড়ানো ও দরখাস্তের স্লিপ হোয়াটস্যাপে নিচ্ছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

হাইকোর্ট বিভাগের ৩২ নম্বর কোর্টের (বিজয় ৭১ ভবন) এমন একটি বিশেষ নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বিশেষ নোটিশ শিরোনামে দেওয়া ওই নোটিশে বলা হয়, অ্যাডভোকেটগণের সুবিধার্থে কোর্ট চলাকালীন দশটা থেকে একটা পর্যন্ত হোয়াটসঅ্যাপ নম্বরে মোশন, সময় বর্ধিতকরণ এবং দরখাস্তের স্লিপ স্ক্যান করে পাঠাতে হবে। কোর্টে কোনো প্রকার স্লিপ গ্রহণ করা হবে না। প্রতি রোববার হোয়াটসআপের মাধ্যমে স্লিপ গ্রহণ করা হবে। মেনশন স্লিপে বিজ্ঞ অ্যাডভোকেটদের আইডি নম্বরসহ মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

নোটিশে ওই কোর্টের সহকারী বেঞ্চ অফিসার মো. মনিরুজ্জামানের মোবাইল নম্বর এবং একটি কিউআর কোড যুক্ত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
ইএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।