ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় রউফ নামে এক যুবক নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৯ জানুয়ারি এ মামলায় তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক আল মাহমুদ শরীফ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৮ জানুয়ারি বিকেলে উত্তরার চার নম্বর সেক্টরের নিজ বাসা থেকে শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৭নং সেক্টরে গুলিতে নিহত হন রউফ। এ ঘটনায় তার ভাই শাকিব হাসান গত ৮ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলার ৭নং এজাহারনামীয় আসামি শফিউল ইসলাম মহিউদ্দিন।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
কেআই/জেএইচ