ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

আইন ও আদালত

ব্রাহ্মণবাড়িয়ার শাহনূরের মৃত্যু: মামলা নেওয়ার আদেশ বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার শাহনূরের মৃত্যু: মামলা নেওয়ার আদেশ বহাল হাইকোর্ট

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বগডহর গ্রামের শাহনূর আলমকে (৪৩) নির্যাতন করে হত্যার অভিযোগে র‌্যাব সদস্যসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা নিতে ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেন লিয়নের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।



আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আশরাফ রহমান।

তিনি জানান, ২০১৪ সালে নবীনগরের বগডহর গ্রামের ব্যবসায়ী শাহনূর আলমকে ঘর থেকে তুলে নিয়ে র‌্যাবের নির্যাতনের ফলে তার মৃত্যুবরণ হয়। তার পরিপ্রেক্ষিতে শাহনুরের ছোট মেহেদী হাসান ম্যাজিস্ট্রেট কোর্টে একটি আর্জি দাখিল করেন। সে আবেদনে ম্যাজিস্ট্রেট আদালত নবীনগরের ওসিকে র‌্যাবসহ মোট নয়জনের বিরুদ্ধে এজাহার হিসেবে গণ্য করার জন্য। কিন্তু সেই আদেশের বিরুদ্ধে একজন র‌্যাব সদস্য দায়রা আদালতে রিভিশন দায়ের করে। সেই আবেদনে ম্যাজিস্টেট্রট আদালতের আদেশ স্টে করে দেয়। পরবর্তীতে মেহেদী হাসান হাইকোর্ট বিভাগে দায়রা আদালতের আদেশ বাতিল চেয়ে আবেদন করে।  
২০১৪ সালে হাইকোর্ট রুল জারি করে। জুলাই বিপ্লবের পর সেই রুলের ওপর শুনানি হয়। আদালত রুল মঞ্জুর করেছেন। অর্থাৎ দায়রা আদালতের আদেশ বাতিল হলো। আর ম্যাজিস্ট্রেট আদালতের আদেশটি পুনর্বহাল হলো। এখন নবীনগর থানায় এজাহারটি রুজু হবে। তার মানে র‌্যাবের বিরুদ্ধে মামলা চলতে আর কোনো বাধা নেই।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০১৪ সালের ২৯ এপ্রিল তুলে নেওয়া হয়। পরদিন তাকে নবীনগর থানায় নেওয়া হয়। পরে আদালতের মাধ্যমে শাহনূরকে কারাগারে পাঠানো হয়। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে ৪ মে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৬ মে শাহনূরের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।