ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্ট বার সদস্য শপুর স্মরণে সভা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
সুপ্রিম কোর্ট বার সদস্য শপুর স্মরণে সভা

ঢাকা: সদ্য প্রয়াত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য আইনজীবী মোহাম্মদ শহীদুল ইসলাম শপুর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বৃহত্তর ময়মনসিংহের আইনজীবীদের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।  

সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী ফজলুর রহমান।

সভায় বক্তব্য দেন-সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী এ কে এম ফজলুল হক খান ফরিদ, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ।

গত ১২ জানুয়ারি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আইনজীবী শহীদুল ইসলাম মৃত্যুবরণ করেন।   

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
ইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।