ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে কিশোর হত্যায় তিনজনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বরিশালে কিশোর হত্যায় তিনজনের যাবজ্জীবন

বরিশাল: বরিশাল নগরীতে ১৪ বছর আগে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে কিশোর মিঠু হত্যায় তিনজনকে যাবজ্জীবন আটকাদেশ দিয়েছেন আদালত।

পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ মাসের আটকাদেশ দেওয়া হয়েছে।

বুধবার বরিশাল শিশু আদালতের বিচারক মুহা. রকিবুল ইসলাম এ রায় দেন বলে বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান।

দণ্ডিতরা হলো- নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা সিরাজ মাতুব্বরের ছেলে রেজাউল মাতুব্বর, একই এলাকার সেকেন্দার হাওলাদারের শাহিন হাওলাদার ও ফারুক সরদারের ছেলে রোজেন সরদার। রায় ঘোষনার সময় রেজাউল পলাতক ছিল।

মামলার বরাতে বেঞ্চ সহকারী আজিবর রহমান বলেন, ক্রিকেট খেলা নিয়ে নগরীর রোকেয়া আজিম সড়কের বাসিন্দা খালেক খানের ছেলে একে স্কুলের সপ্তম শ্রেণিল ছাত্র মিজানুর রহমান মিঠুর সঙ্গে তর্ক-বিতর্ক হয়। এর জেরে ২০১০ সালের ১৭ ফেব্রুয়ারি বিকেলে মিঠু ক্রিকেট খেলে বাসার উদ্দেশে যাওয়ার পথে ভাটিখানা আবেদা বাগের সামনে তাকে কুপিয়ে জখম করা হয়। তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ ঘটনায় মিঠুর বাবা খালেক খান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করে। মামলায় নামধারী ১১ জন অজ্ঞাত আরও ৭ জনকে আসামি করা হয়। পরে কাউনিয়া থানার কার্যক্রম শুরু হলে মামলার তদন্ত থানার এসআই হেমায়েল কবিরের দায়িত্ব ওপর অর্পণ করা হয়। তদন্তকারী কর্মকর্তা ৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

বিচারক ১৪ জনের সাক্ষ্য নিয়ে তিনজনকে যাবজ্জীবন আটকাদেশের রায় দেন। অপর চার আসামিকে খালাস দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।