ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নব নিযুক্ত দুই বিচারপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব গত ৩ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তারা রাষ্ট্রপতির সঙ্গে কুশলাদি বিনিময় করেন। রাষ্ট্রপতি আপিল বিভাগের নব-নিয়োগপ্রাপ্ত দুই বিচারপতিকে অভিনন্দন জানান। তিনি তাদের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে হাইকোর্ট বিভাগের বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে গত ২৪ মার্চ নিয়োগ দেন। পরের দিন গত ২৫ মার্চ প্রধান বিচারপতি তাদের শপথ পাঠ করান।
বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৫
ইএস/এসএএইচ