ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

আইন ও আদালত

বৃদ্ধের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা করে যুবলীগকর্মীর স্ত্রী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
বৃদ্ধের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা করে যুবলীগকর্মীর স্ত্রী কারাগারে

ঝালকাঠিতে ধর্ষণের অভিযোগ এনে এক বৃদ্ধের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় যুবলীগের এক কর্মীর স্ত্রীকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম এ নির্দেশ দেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শ্যামল চন্দ্র রায়।  

কারাগারে যাওয়া গৃহবধূ নাম সুমাইয়া আক্তার রিমি। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার যুবলীগকর্মী মামুন হাওলাদারের স্ত্রী ও পৌরসভার অনুরাগ এলাকার জাকির হোসেনের মেয়ে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালে ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের কাওসার হোসেন ওরফে মিন্টু মৃধা (৭০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে নলছিটি থানায় নারী ও নির্যাতন দমন আইনে মামলা করেন সুমাইয়া আক্তার রিমি। মামলায় তিনি উল্লেখ করেন, একই বছরের ২১ নভেম্বর একটি ভাড়া বাসায় তাকে ধর্ষণ করেন ওই বৃদ্ধ। পরে তাকে (মিন্টু) গ্রেপ্তার করে পুলিশ। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় কিছুদিন কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন মিন্টু মৃধা। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগের বিষয়ে কোনো সত্যতা না পেয়ে সেটিকে ‘মিথ্যা’ হিসেবে উল্লেখ করে ট্রাইব্যুনালে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনটির ভিত্তিতে বুধবার রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।