ঢাকা: বিচার বিভাগ সংস্কার রোডম্যাপের সফল বাস্তবায়নে ইউএনডিপিসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার আন্তরিক আগ্রহ ও অব্যাহত সহায়তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সম্প্রতি বাংলাদেশের প্রধান বিচারপতি ঘোষিত বিচার সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বিভাগীয় পর্যায়ে সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ উদ্যোগে‘জুডিসিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইফিশিয়েন্ট’ শীর্ষক সিরিজ সেমিনার অনুষ্ঠিত হয়।
গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত ঢাকাসহ দেশের মোট সাতটি বিভাগীয় শহরে আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা ও বরিশালে এ সংক্রান্ত আরও দুটি সেমিনার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতির সংস্কার রোডম্যাপে সংহতি জানিয়ে ওইসব সেমিনারে যুক্তরাজ্য, সুইডেন, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত/ হাইকমিশনাররা অংশ নিয়ে ছিলেন।
এ বিষয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি বলেন, একটি আধুনিক, দক্ষ ও জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা গড়ে তুলতে উন্নয়ন সহযোগীদের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ প্রসঙ্গে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও উন্নয়ন সহযোগীদের মধ্যে একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও ফলাফলভিত্তিক অংশীদারত্ব গড়ে তোলার ওপর জোর দেন, যাতে বিচার বিভাগের কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তব রূপ লাভ করতে পারে।
প্রধান বিচারপতির মতে, সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে বিচার বিভাগকে মানুষের কাছে আরও সহজলভ্য, সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর করা সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
ইএস/এএটি