ঢাকা, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

আইন ও আদালত

হাইকোর্টে ৪৮ বেঞ্চ পুনর্গঠন করলেন প্রধান বিচারপতি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
হাইকোর্টে ৪৮ বেঞ্চ পুনর্গঠন করলেন প্রধান বিচারপতি 

ঢাকা: আগামী রোববার থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৪৮ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ বিষয়ে প্রধান বিচারপতির আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আদেশে বলা হয়, আগামী ২০ এপ্রিল রোববার সকাল সাড়ে দশটা হতে বিচার কাজ পরিচালনার জন্য উল্লেখিত বেঞ্চগুলো গঠন করা হলো।

এই ৪৮ বেঞ্চের মধ্যে ৩০ টি দ্বৈত বেঞ্চ আর ১৮ টি একক বেঞ্চ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫ 
ইএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ