ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

আইন ও আদালত

তুরস্ক-আমিরাত সফরে প্রধান বিচারপতি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
তুরস্ক-আমিরাত সফরে প্রধান বিচারপতি  প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। 

ঢাকা: তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।  

আমন্ত্রিত হয়ে পৃথক অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।

তুরস্ক

তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট বিচারক কাদির ওজকায়া তুরস্কের সাংবিধানিক আদালতের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সিম্পোজিয়ামসহ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণের বাংলাদেশের প্রধান বিচারপতিকে বিশেষ আমন্ত্রণ জানান। সফরকালে প্রধান বিচারপতি আগামী ২৫ এপ্রিল ইস্তাম্বুলের দোলমাবাছ প্রাসাদে একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন।  

আমিরাত

প্রধান বিচারপতি আগামী ২৮ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত নিউইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবি  আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনের প্যানেল বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে ছাত্র, শিক্ষক, আইনজ্ঞ, আইনজীবী, অন্যান্য পেশাজীবীসহ আবুধাবির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এছাড়া, প্রধান বিচারপতি ২৮ এপ্রিল সকালে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের একটি ওয়ার্কশপে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।  

প্রধান বিচারপতির সফরকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম কার্যভার পালনরত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।  

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।