ঢাকা: বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৩ হাজার ২৫৮ জন অংশগ্রহণকারী।
কাউন্সিলের সচিব জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারের স্বাক্ষরে এই ফলাফল প্রকাশ করা হয়।
এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় ৪০ হাজারের মতো পরীক্ষার্থী অংশ নেন। রাতেই ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এখন তারা লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পর তাদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
ইএস/আরবি