ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

স্ত্রী-সন্তানসহ নর্দান ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, মে ১৯, ২০২৫
স্ত্রী-সন্তানসহ নর্দান ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা: স্ত্রী-সন্তানসহ নর্দান ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

 

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন- আবু ইউসুফ মো. আব্দুল্লাহর স্ত্রী হালিমা সুলতানা জিনিয়া, ছেলে সাদ আল জাবির আব্দুল্লাহ ও মা লাবিবা আব্দুল্লাহ।  

এদিন বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন তাদের বিরুদ্ধে চলমান দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাজিদ-উর-রোমান।  

আবেদনে বলা হয়েছে, আবু ইউসুফ মো. আব্দুল্লাহ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রতারণা, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎপূর্বক মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান।  

বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগ করার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অভিযোগে উল্লিখিত বিভিন্ন দুর্নীতির রেকর্ডপত্র এবং সম্পদ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।  

তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

শুনানি শেষে বিচারক তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।  

কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ