ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

আইন ও আদালত

পাওয়ার আমার পেছনে ঘোরে: সুব্রত বাইন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, মে ২৮, ২০২৫
পাওয়ার আমার পেছনে ঘোরে: সুব্রত বাইন  সুব্রত বাইন 

ঢাকা: হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড শুনানির আগে আদালতে দাঁড়িয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন দাবি করেছেন, তিনি পাওয়ারের পেছনে ঘোরেন না। পাওয়ার তার পেছনে ঘোরে।

 

তিনি বলেন, আয়নাঘরে আমাকে আড়াই বছর রেখেছে। তখন কি করেছে সেটা তো জানেন না। আরে ভাই প্রমাণ দিয়ে লেখেন। আমার সামর্থ থাকলে আমি টিভি পত্রিকা কিনে নিতাম। আমি পাওয়ারের পেছনে ঘুরি না। পাওয়ার আমার পেছনে ঘোরে।

এ সময় তিনি বলেন, ২০২২ সালে আমাকে চোখ বেঁধে নিয়ে আসে। এমন কোনো অন্যায় করিনি, আল্লাহ আমাকে অভিশাপ দেবে। ৫ তারিখ রাত তিনটায় হাতে হ্যান্ডকাফ লাগিয়ে চোখ বেঁধে ছেড়ে দেয়।

নিজের অবৈধ অস্ত্রের বিষয়ে তিনি বলেন, আমার বাঁচার জন্য আমি অস্ত্র রাখি। মুরগি মিলনরা আমাদের প্রতিপক্ষ ছিল। এদের সঙ্গে যুদ্ধ করে আমি আজকে এ জায়গায় আছি। আপনারা যদি এ আধুনিক যুগেও তাদের ধরতে না পারেন, তাহলে কীভাবে হবে।

এদিন বেলা পৌনে ৪টার দিকে তাকে এজলাসে তোলা হয়। এরপর পুলিশের উপস্থিতিতেই তিনি এজলাসে কথা বলতে থাকেন।  

কেআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।