ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

আইন ও আদালত

৫৫ হাজার রোহিঙ্গাকে ভোটার বানানোর অভিযোগ

ইসির সাবেক সচিব হেলালুদ্দীনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, জুন ৩, ২০২৫
ইসির সাবেক সচিব হেলালুদ্দীনের দেশত্যাগে নিষেধাজ্ঞা  হেলালুদ্দীন আহমদ

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ জুন) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

৫৫ হাজারের বেশি রোহিঙ্গাকে ভোটার বানানোর অভিযোগ সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় হেলালুদ্দীনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম।  

আবেদনে বলা হয়, হেলালুদ্দীন আহমদের বিরুদ্ধে ঘুষ, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে ৫৫ হাজার ৩১০ জন রোহিঙ্গা নাগরিককে ভোটার বানানোর অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অভিযোগ অনুসন্ধানকালে হেলালুদ্দীন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

অভিযোগ সংশ্লিষ্ট হেলালুদ্দীন আহমদ বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে রহিতকরণ একান্ত প্রয়োজন।  শুনানি শেষে আদালত তাদের বিদেশ গমন রহিতের আবেদন মঞ্জুর করেন।

কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ