ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

আইন ও আদালত

আদালতে পাঠানো হলো হিরো আলমের তৃতীয় স্ত্রী-প্রেমিককে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, জুন ২২, ২০২৫
আদালতে পাঠানো হলো হিরো আলমের তৃতীয় স্ত্রী-প্রেমিককে

ঢাকা: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়ামনি ও আরেক কনটেন্ট ক্রিয়েটর ও বার ডান্স্যার ম্যাক্স অভি রিয়াজকে আদালতে পাঠানো হয়েছে।

রোববার (২২ জুন) তাদের আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু।

তিনি জানান, হিরো আলমকে মারধরের অভিযোগে তার স্ত্রী রিয়ামনি ও রিয়াজকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। হিরো আলম নিজেই মামলাটি করেছেন।

এর আগে শনিবার (২১ জুন) মধ্যরাতে রাজধানীর রামপুরার উলন রোডের একটি বাসা থেকে রিয়ামনি ও অভিকে মারধর করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

এ ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিকযোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, ম্যাক্স অভি রিয়াজকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলছে পুলিশ। এর কিছুক্ষণের মধ্যে রিয়া মনিকেও গাড়িতে তোলা হয়।

এসসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।