ঢাকা: গ্যাটকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলীর করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
যে মামলার প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালদা জিয়ার আবেদনও এর আগে হাইকোর্ট খারিজ করে দিয়েছিলেন।
জুলফিকার আলীর মামলা বাতিলের আবেদনের চূড়ান্ত শুনানি শেষে রোববার (০৬ মার্চ) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
পরে তিনি জানান, এ মামলার ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশও তুলে নিয়েছেন হাইকোর্ট। ফলে বিচারিক আদালতে এ মামলা চলতে আর কোনো বাধা নেই।
ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানি লিমিটেডকে (গ্যাটকো) ঠিকাদার হিসেবে নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছোট ছেলে (প্রয়াত) আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করে রাজধানীর তেজগাঁও থানায় গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।
মামলায় গ্যাটকোকে ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা ক্ষতির অভিযোগ করা হয়।
২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়া ও সাবেক ছয় মন্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়।
এ মামলা বাতিলে জুলফিকারের আবেদনের পর ২০০৮ সালের ১৩ আগস্ট হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
ইএস/এএসআর