ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, মে ৪, ২০১৬
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনের কারাদণ্ড

বরিশাল: বরিশালের কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ মে) দুপুরে বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রউফ মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে একটি বাল্কহেডসহ ওই পাঁচজনকে আটক করা হয়।

পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, মেসার্স হাসিনা নেভিগেশনের ইকরা বাল্কহেড-এর স্টাফ মো. কাওসার মৃধা, ইব্রাহিম সিকদার, মো. রাসেল, আব্দুর রহমান ও রাজিব হাওলাদার।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মে ০৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।