ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

পটুয়াখালীর ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২০ জুলাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মে ১৭, ২০১৬
পটুয়াখালীর ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২০ জুলাই

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারকৃত পটুয়াখালীর ৫ জনের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে আগামী ২০ জুলাই পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

 

মামলাটির আসামি পাঁচজন হচ্ছেন- মো. এসহাক সিকদার (৮৩),  আ. গনি হাওলাদার (৭২),  আওয়াল মৌলভী (৬৯), আ. ছাত্তার (৬৫) ও সোলায়মান মৃধা (৬৫)।

মঙ্গলবার (১৭ মে) তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও সময়ের আবেদন জানান প্রসিকিউটর জেয়াদ আল মালুম। এ আবেদন মঞ্জুর করে আগামী ২০ জুলাই পুনর্নির্ধারণ করেন চেয়ারম্যান  বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।

গত ০৪ মে পাঁচ আসামির বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন তদন্ত সংস্থা। ওইদিনই তদন্ত প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়। এর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) তৈরি করে ট্রাইব্যুনালে দাখিল করবেন প্রসিকিউশন।

তদন্তের চূড়ান্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ১৫ নারীকে ধর্ষণ, আটক, নির্যাতন, অপহরণ, লুটপাট ও অগ্নিসংযোগের ১৬টি অভিযোগ আনা হয়েছে।

এ মামলার তদন্ত শুরু হয়  ২০১৪ সালের ২৫ নভেম্বর। ১ বছর ৫ মাস ৯ দিন তদন্ত করে ৫০৮ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছেন তদন্তকারী কর্মকর্তা সত্য রঞ্জন রায়। মামলার অভিযোগ প্রমাণের জন্য ৫১ জনের জবানবন্দি নেওয়া হয়েছে, যারা সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন।

এ মামলার সব আসামিই গ্রেফতার হয়ে কারাগারে আছেন। ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারির পর গত বছরের ১ অক্টোবর তাদেরকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ১৭, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।