ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

হাইকোর্টের জামিনেও মুক্তি না দেওয়ায় ঢাকার জেল সুপারকে তলব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জুন ৫, ২০১৬
হাইকোর্টের জামিনেও মুক্তি না দেওয়ায় ঢাকার জেল সুপারকে তলব

ঢাকা: জামিননামা দাখিলের পরও কারামুক্তি না দেওয়ায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ও সুপ্রিম কোর্টের এক অ্যাডভোকেট অন রেকর্ডকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ০৯ জুন তাদেরকে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আইনজীবীরা জানিয়েছেন, গত ০৮ মে অর্থপাচারের এক মামলায় তিন আসামিকে জামিন দেন হাইকোর্ট। ১৬ মে জামিনামা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছে। কিন্তু এরপরও আসামিদের মুক্তি না দিয়ে বলা হয়, অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন আসামিদের জামিনের বিরুদ্ধে আপিল করার কথা চিঠি দিয়ে জানিয়েছেন কারা কর্তৃপক্ষকে।

রোববার (০৫ জুন) আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া ও আদিলুর রহমান খান বিষয়টি হাইকোর্টের নজরে আনেন। এরপর হাইকোর্ট ঢাকার জেল সুপার ও অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুনকে তলব করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।