ঢাকা: বেসিক ব্যাংকের সাড়ে ৪৮ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির সাবেক ডিএমডি ফজলুস সোবহানকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (২০ জুন) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ আর সোবহান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
গত ১১ এপ্রিল ফজলুস সোবহানকে জামিন দেননি হাইকোর্টের অন্য একটি বেঞ্চ। পরে তার আইনজীবী আবেদনটি ওই বেঞ্চ থেকে ফেরত নিয়ে যান।
এরপর অবকাশকালীন বেঞ্চে এ জামিনের আবেদন জানানো হয়।
বেসিক ব্যাংকের ৪৮ কোটি ৫৯ লাখ ৩৬ হাজার টাকা অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ২৩ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিল থানায় মামলা দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক একেএম ফজলে হোসেন। মামলায় ব্যাংকটির এমডিসহ ৮ জনকে আসামি করা হয়। গত ৭ জানুয়ারি গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় ফজলুস সোবহানকে।
ব্যাংক কর্তৃপক্ষ ইতোমধ্যেই ঋণ জালিয়াতিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ওই কর্মকর্তাদের বরখাস্ত করেছে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুন ২০, ২০১৬
ইএস/এএসআর