ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

ময়ূর-মহানন্দা নদীতে স্থাপনা নির্মাণের ওপর হাইকোর্টের স্থিতাবস্থা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
ময়ূর-মহানন্দা নদীতে স্থাপনা নির্মাণের ওপর হাইকোর্টের স্থিতাবস্থা

ঢাকা: খুলনার ময়ূর নদ ও চাঁপাইনবাগঞ্জের মহানন্দা নদী দখল করে স্থাপনা নির্মাণ কাজের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট।
 
একইসঙ্গে আদালতের আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে খুলনা ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।


 
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১৯ জুলাই) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
 
‘নদী দখল করে পার্কের স্থাপনা’ শিরোনামে গত ১২ জুলাই একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, ‘খুলনার ময়ূর নদ দখল করে নির্মাণ করা হচ্ছে লিনিয়ার পার্কের স্থাপনা। নগরীর গল্লামারীতে নির্মাণাধীন পার্কটির জন্য নদীর পাঁচটি স্থানে স্থাপনা গড়ে তোলা হচ্ছে’।
এছাড়াও ১১ জুলাই আরেকটি দৈনিকে ‘চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে স্থানীয় প্রভাবশালীদের হাউজিং প্রজেক্ট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
 
ওই দু’টি প্রতিবেদন যুক্ত করে রিট দায়ের করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।