ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

পূর্ণাঙ্গ রায় শুনলেন মীর কাসেম আলী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
পূর্ণাঙ্গ রায় শুনলেন মীর কাসেম আলী

গাজীপুর: কাশিমপুর কারাগারে বন্দি মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীকে রিভিউ মামলার পূর্ণাঙ্গ রায় পড়ে শুনানো হয়েছে।  

বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে কারাগারের ভেতর তাকে এ রায় পড়ে শুনানো হয়।

 

এর আগে মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। পরে সকাল সাড়ে ১০টার দিকে রেডিওতে তার মৃত্যুদণ্ড বহাল রাখার বিষয়টি তিনি জানতে পারেন তিনি।  

কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মীর কাসেম আলীর রিভিউ মামলার পূর্ণাঙ্গ রায় মঙ্গলবার দিবাগত (৩১ আগস্ট) রাত ১২টা ৪৮ মিনিটে কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। পরে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে তা পড়ে শুনানো হয়েছে। মীর কাসেম আলী কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কনডেম সেলে বন্দি রয়েছেন।  

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬।
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।