ঢাকা: রাজধানী গুলশানে ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার আসামি আবদুল মতিনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে রোববার (৩০ অক্টোবর) চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দারের আদালত ছয় সপ্তাহের জন্য জামিনাদেশ স্থগিত করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ২৫ অক্টোবর মতিনকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এ জামিনাদেশ স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।
গত বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করার সময় দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইতালিয়ান নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডি’র কর্মকর্তা তাবেলা সিজার।
২৫ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সিজার হত্যা মামলায় বিএনপির সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন। চার্জ গঠনের মধ্য দিয়ে তাবেলা সিজার হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আগামী ২৪ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
গত ২৪ আগস্ট চার্জশিট আমলে নিয়ে পলাতক দুই আসামি কাইয়ুম কমিশনার ও সোহেল ভাঙ্গারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
অপর ছয় আসামি হলেন- এম এ কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগনে রাসেল, শাখাওয়াত হোসেন ওরফে শরিফ ও মো. সোহেল।
আসামিদের মধ্যে তামজীদ, রাসেল চৌধুরী, মিনহাজুল ও শাখাওয়াত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০,২০১৬
ইএস/এএসআর