ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে বাবা হত্যার দায়ে ছেলের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
বরিশালে বাবা হত্যার দায়ে ছেলের কারাদণ্ড

বরিশালের হিজলায় বাবা মকবুল আহমেদ সর্দারকে হত্যার দায়ে ছেলে মাইনুদ্দীন সর্দারকে (৩৫)  ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বরিশাল: বরিশালের হিজলায় বাবা মকবুল আহমেদ সর্দারকে হত্যার দায়ে ছেলে মাইনুদ্দীন সর্দারকে (৩৫)  ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল অতিরিক্ত জেলা ও দায়রা দ্বিতীয় জজ আদালতের বিচারক মো. রকিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ দণ্ড দেন। মাইনুদ্দীন সর্দার বরিশালের হিজলা উপজেলার রঙ্গা এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি দেলোয়ার হোসেন দিলু।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৪ জুন মাইনুদ্দীন সর্দার তুচ্ছ ঘটনার জের ধরে তার বাবা মকবুল আহমেদ সর্দারকে শাবল দিয়ে পিটিয়ে জখম করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে মৃত মকবুল আহমেদ সর্দারের অপর ছেলে ইউনুস সর্দার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় একই বছরের ২৯ সেপ্টেম্বর উপ পরিদর্শক (এসআই) বজলুর রশিদ অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। আদালত ১০ জনের সাক্ষগ্রহণ শেষে এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।