ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

গাজীপুরের মান্নানের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
গাজীপুরের মান্নানের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

দুর্নীতির মামলায় গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

ঢাকা: দুর্নীতির মামলায় গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
 
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এ আদেশ দেন।

 
 
এ আদেশের ফলে তার জামিনে মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
 
আদালতে অধ্যাপক মান্নানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান।
  
এর আগে ১৭ আগস্ট বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ মান্নানকে তিন মাসের জামিন দেন।  
সিটি করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলে এক কোটি ৩ লাখ ৮ হাজার ১৩২ টাকা আয় এবং ৯০ লাখ ৪৭ হাজার ৮৪৬ হাজার টাকা ব্যয়ে দুর্নীতির অভিযোগে ১৩ জুন দুদকের উপ পরিচালক সামছুল আলম জয়দেবপুর থানায় এ মামলা করেন।

মামলায় ১৯ জুন মেয়র মান্নানকে গ্রেফতার দেখানো হয়।

বাংলাদেশ সময়:১১৪৯ ঘণ্টা, নভেম্বর ২৪,২০১৬
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।