ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

চট্টগ্রামে ভাঙচুরের ঘটনায় সুপ্রিমকোর্টের তদন্ত কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
চট্টগ্রামে ভাঙচুরের ঘটনায় সুপ্রিমকোর্টের তদন্ত কমিটি

ঢাকা: চট্টগ্রাম আদালতে এক আইনজীবী ও তার স্ত্রীর জামিন নিয়ে মুখ্য মহানগর হাকিম আদালতের এজলাস ভাঙচুরের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

১৯ জানুয়ারি সকাল থেকে এ কমিটি কার্যক্রম শুরু করে বলেও জানা যায়।

কমিটির প্রধান করা হয়েছে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামকে।

সদস্যরা হলেন, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ ও চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুসেইন মো. রেজা।
 
এ বিষয়ে সাব্বির ফয়েজ বলেন, বৃহস্পতিবার সকাল থেকে কমিটি তদন্ত কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।

মানবপাচারের অভিযোগে আটক অ্যাডভোকেট জামাল হোসেন (৪০) ও স্ত্রী ইয়াছমিন আক্তারের (৩২) জামিন নামঞ্জুর করেন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাহাদাৎ হোসেন ভূঁইয়া। ১৮ জানুয়ারি বিকেলে জামিন নামঞ্জুরের পর বিক্ষোভে নামেন আইনজীবীরা।

এসময় বিচারকের এজলাস ও খাস কামরার জানালায় ভাঙচুরের ঘটনাও ঘটে।

নজিরবিহীন ভাঙচুর ও বিক্ষোভের পর সন্ধ্যায় আইনজীবী ও তার স্ত্রীকে জামিন দিয়েছেন আদালত।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
ইএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।